|
---|
নূর আহমেদ,মেমারী : ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার বিকালে মেমারি সৃষ্টি হলে বিশ্ব কর্মা পুজো উপলক্ষ্যে বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ১২০ জন প্রতিযোগীরা অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় রবিবার বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেন মেমারী বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সংস্হার এ্যাডমিনিসটেটার তপন গণ, সংস্হার ম্যানেজার সুজিত নন্দী ও সংস্হার কর্মীবৃন্দ। এদিন ১০০ জন অসহায় মহিলাকে শাড়ি দেওয়া হয় এবং সংস্থার সামনে একটি ফোয়ারার উদ্বোধন করা হয়।