বসিরহাট মাওলানাবাগে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও সেমিনার আরাফের।

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে আরাফ ফাউন্ডেশনের কর্ণধর পীরজাদা খোবায়েব আমিনের নেতৃত্বে দুদিনব্যাপী কেরাত সম্মেলন ও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। কেরাত সম্মেলনে দেশ-বিদেশের কারী সাহেব অধ্যাপক, শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। আল্লামা রুহুল আমিন রহঃ ফাউন্ডেশন পরিচালিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও সেমিনারে উপস্থিত হয়েছিলেন মক্কাতুল মোকাররমা সৌদি আরবের শায়েখ কারী মিকদাদ, কুয়েতের খাতেবুল জামে উজরাতুল আওকাফ শাইখ মুহাম্মাদ জামাল মোহাম্মদ সৈয়দ আব্দুল হামিদ আল মাদানী, ইন্দোনেশিয়ার ক্বারি শাইখ ফাদলান জয়নুদ্দিন, বাংলাদেশের বিশ্ব জয়ী হাফেজ ক্বারি জাকারিয়া, রাজস্থানের ক্বারি শাইখ হিদায়াতুল্লাহ ফুরকানী, ভারতের ক্বারি রুহুল আমিন, আসামের ক্বারি আবু আসাদ, ক্বারি বদরুদ্দীন কাসেমী সাহেব। ২য় দিন সেমিনারে অংশগ্রহণ করেন, বাংলাদেশের ইসলামি ফাউন্ডেশনের গভর্নর ড. মুফতি কাফিলুদ্দিন সরকার, ডাইরেক্টর ড. আব্দুস সালাম, গৌড় বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের আরবী ভাষা বিভাগের বিভাগীয় প্রধান ড.মেহেদী হাসান, শহীদ নূরুল ইসলাম কলেজের আরবি ভাষা বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. আবুল কালাম, ফুরফুরা শরীফের পীরজাদা হজরত মাওলানা সাহিমউদ্দিন সিদ্দিকী, হজরত মাওলানা নুরুউল্লাহ সিদ্দিকী, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী, আরাফের সভাপতি পীরজাদা শরফুল আমিন, দোয়া করেন পীরজাদা সিরাজুল আমিন প্রমুখ। ২ দিনের অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট আলেম জনাব আবু সালেহ নাদবী, সহযোগীতায় সিরাত সম্পাদক, শিক্ষক আবু সিদ্দিক খান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা মোস্তাকিম মন্ডল, ইমরান মোল্লা।

    আরাফ সম্পাদক পীরজাদা খোবায়েব আমিন বলেন, আমাদের ফাউন্ডেশন পরিচালিত দেশে তথা রাজ্যে মানুষের সেবায় অনেক গঠনমূলক কাজ হয়, সারাবছর আমাদের সক্রীয় কর্মীরা সমাজ গঠন বা উন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে তারমধ্য এই আন্তর্জাতিক কেরাত সম্মেলন এবং আল্লামা রুহুল আমিন রহঃ এর জীবনাদর্শের নানা দিক আলোচনার উপর সেমিনার তার অন্যতম প্রয়াস। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ধর্মপ্রাণ মানুষের যাতে কোরআনের প্রতি নিবিড় সম্পর্ক ও ঘরে ঘরে কোরআন প্রচার, বিশুদ্ধ তেলওয়াত শোনে মুগ্ধ হয়ে কোরআন প্রেমী হয়ে ওঠে, কোরআনের প্রতি ভালোবাসা জন্মাবে সেই কারণে এই প্রচেষ্টা সেই ২০১৭ থেকে শুরু হয় এই খেদমত আগামীতে এটা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।