বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে ইফতার মজলিস ও গুনীজন সম্বর্ধনা

আজাহার উদ্দিন : উওর চব্বিশ পরগনার বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে এক মহতী ইফতার মজলিস ও আল্লামা রুহুল আমীন ফাউন্ডেশন এর পক্ষ হতে সমাজের বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি আইজি কঙ্কর প্রসাদ বারুই, বসিরহাট ডি এস পি গোলাম সারওয়ার,স্থানীয় বিধায়ক ড,সপ্তর্ষি ব্যানার্জী,ড,মুস্তাফা আবদুল কাইউম,কে জি এন মার্বেল গ্রুপ এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক, বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা খোবায়েব আমীন,পীরজাদা মাওলানা শরফুল আমীন,ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা সাহিম উদ্দিন সিদ্দিকী, সিরাত সম্পাদক মাওলানা আবু সিদ্দিক খান,সহ অন্যান্য ধর্মীয় আলেমগন সহ সমাজের বিশিষ্টজন।এদিন মাওলানাবাগ দরবার শরীফের পক্ষ হতে আরাফ পত্রিকা প্রকাশিত হয়।আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই পবিত্র রমজান মাসের গুরুত্ব ও আগাম ঈদের শুভেচ্ছা জানান।সকলেই আরাফ এর উদোগকে সাধুবাদ জানান।