|
---|
সেখ আব্দুল আজীম : আগরপাড়া রেলস্টেশনের পূর্ব দিকে রেলের পক্ষ থেকে বস্তি উচ্ছেদের পর এবার হাত পড়ল দক্ষিণেশ্বরের রেলের জমিতে গড়ে ওঠা বস্তী। রেলের পক্ষ থেকে রেলের আধিকারিক এবং সহ বিরাট পুলিশ বাহিনী নিয়ে বস্তি উচ্ছেদে আসে। বস্তির বাসিন্দারা তখন দক্ষিণেশ্বরের দিক দিয়ে গেট আটকেদেয়। এবং পিছন দিকের রাস্তা আটকিয়ে দিয়ে বিক্ষোভ দেখায় তারপরে বেলা বাড়তেই রেলের পুলিশ এবং জে সি বি নিয়ে আজকের মতন ফিরে যেতে হয় রেল প্রশাসনের থেকে আসা লোকজনকে। দীর্ঘদিন ধরেই এলাকার বস্তিবাসীরা আন্দোলন করে চলছে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না, আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।তারপরে উচ্ছেদ করতে পারবে। জায়গা না দিলে ছাড়বে না বলে জানান বস্তিবাসী।