দীঘা বেড়াতে এসে মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি,তমলুক: আজ সকাল সকাল দীঘা বেড়ানোর উদ্দশ্যে বেড়িয়ে পড়ে হুগলির ইসলাম এলাকার ঈসা আকবার (২৭ ) ৷ দিঘায় পৌছানোর পর অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়ে যুকব ঈশা আকবরের ৷ তারপরই বন্ধুরা ঈশার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে ৷ হঅসপাতালের চিকিৎসক ঈশা আকবরের বন্ধুদের মৃত বলে ঘোষনা করে ৷ সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দীঘা মোহনা থানার পুলিশ প্রশাসন ৷ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ তবে পুলিশ সহ জনগনের মনে প্রশ্ন ঘুরঘুর করছে যে ঈশা আকবরের মৃত্যুর আসল রহস্যটা কী ৷ এই পুলিশ তদন্ত করবে ৷ খবরসূত্রে আমাদের প্রতিনিধি শেখ আরেফুল বলেন যে , ঈশার মৃত্যুর খবর শুনে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া ৷ পরিবারই বা কোথায় যাবে ৷ কী করবে করবে ঈশা আকবরের পরিবার ৷ কারন ঈশার ওপর নির্ভর করে পরিবার চলে ও নির্ভরশীল বলে মনে করা হয় ৷