|
---|
মালদা, ২৫ জুন: জুয়ায় সর্বস্বান্ত হয়ে হাতের শিরা কেটে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। মঙ্গলবার ভোরে মৃত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বাচামারি কলোনি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রদীপ দাস (১৮)। লরির খালাসী হিসাবে কাজ করত সে। তবে তার দীর্ঘদিন ধরে জুয়া খেলা এবং মাদক নেশায় আসক্ত ছিল। কয়েকদিন আগে জুয়িয় প্রচুর টাকা হেরে সর্বস্বান্ত হয়ে পড়ে ওই যুবক । আর তারই জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে সে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাড়িতে বৃদ্ধা মায়ের সঙ্গে থাকতো ওই যুবক । তবে সে মাদক নেশা আসক্তি ছিল। এছাড়াও জুয়ায় বাড়ির সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিল। দুদিন আগে জুয়ায় সর্বস্বান্ত হয়ে বাড়ি থেকে বেড়ানো বন্ধ হয়ে গেছিল তার। এরপরই এদিন সকালে বাম হাতের শিরা কাটা এবং ঝুলন্ত অবস্থায় পাড়া-প্রতিবেশীরা ঘরের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।