মুর্শিদাবাদের সামসেরগঞ্জে লটারির টাকার গন্ডগোলের জেরে খুন ৭ বছরের শিশু

আলম সেখ, নতুন গতি,মুর্শিদাবাদ: গতকাল শনিবার মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানার পুরাতন ডাক বাংলা এলাকায় সকাল থেকে একটি ৭ বছরের শিশু নিখোঁজ থাকায় সন্ধ্যা বেলায় শিশুর মৃত দেহ বাড়ি পৌঁছায়। শিশুর মৃত দেহ নিয়ে চাঞ্চল্য পুরো এলাকায়। মৃত শিশুর নাম রায়হান মণ্ডল। বছর সাতের এই শিশু গতকাল সকালে বাড়ির আসে পাশে খেলা করছিলো সেখান থেকেই নিখোঁজ সে।

    বাড়িতে প্রথমত সেই রকম গুরুত্ব দেইনি, সকলকে ভেবে ছিল হয়তো খেলা করছে কিন্তু দুপুর নাগাদ শিশুরটির বাড়িতে ফোন আসে, সেই বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে দুই লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। দুপুরে ফোন করেই সন্ধ্যা বেলায় শিশুর মৃত দেহ পৌঁছে যায় বাড়িতে।

    তবে পরিবারের তরফে অভিযোগ করা হয় বছর খানেক আগে রায়হান মণ্ডলের পিতা লটারিতে ১৮ লক্ষ টাকা পান তিন বন্ধু মিলে। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের, পরিবারের অভিযোগ ও ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।