‘আল কোরআন লন্ডন একাডেমীর সহযোগিতায় বিনামূল্যে কুরআন বিতরণের স্টল উদ্বোধন।

নিজস্বসংবাদদাতা : আল কোরআন একাডেমী’ লন্ডনের অনুবাদকৃত পবিত্র ‘কোরআন মাজীদ’ বিতরণে সাড়া ফেলেছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। মেলার শুরু থেকেই দ্য কুরআন স্টাডি সার্কেলের স্টলে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কুরআন গ্রহণ করার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বইমেলার শুরুর দিন আল কোরআন একাডেমির লন্ডনের চেয়ারম্যান হাফেজ ডঃ হাফিজ মুনির উদ্দীন মনিরুদ্দিন সাহেবের হাত দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে কয়েক হাজার কোরআন বিতরণ করা হয় বলে জানিয়েছেন রাজ্যের কনভেনার মোহাম্মদ রাকিব হক।

    উল্লেখ্য, কলকাতা বইমেলায় এই দ্বিতীয়বারের জন্য দ্য কুরআন স্টাডি সার্কেলের এহেন উদ্যোগ সকলের কাছে প্রশংসিত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অনুবাদকৃত কুরআন শুধুমাত্র মুসলিম নয় ৯৫% অমুসলিম পাঠক আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কুরআন। প্রতিদিন প্রায় দু হাজার করে কোরআন বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দ্য কুরআন স্টাডি সার্কেলের কনভেনার মাওলানা মুহাম্মদ রাকিব হক। আল কুরআন একাডেমী লন্ডন অনুবাদকৃত বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, নেপালি-সহ প্রায় সাত ভাষায় অনূদিত কুরআন শরীফ বইমেলায় আগত আগ্রহী সব জাতি-ধর্ম-বর্ণ মানুষকে বিনামূল্যে উপহারস্বরূপ তুলে দেওয়ার জন্য এই স্টলের আয়োজন করা হয়েছে।
    আল কুরআন লন্ডন একাডেমির চেয়ারম্যান হাফেজ মনিরুদ্দিন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসে আপ্লুত এবং তিনি জানান প্রতি দুই সেকেন্ড অন্তর অন্তর পৃথিবীর যেকোনো প্রান্তেই একটি করে কোরআন বিতরণ চলছে