Breaking news: দীর্ঘদিন পর আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলতে চলছে: ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির

নতুন গতি ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলতে চলছে রাজ্যের স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে। তবে স্কুল খোলা ও ক্লাস করার বিষয়ে অভিভাবকদের অনুমোদন লাগবে। তবে কোভিড প্রোটোকল মেনে এখনই ছোটদের ক্লাস নয়। এদিন তৃণমূল ভবনে এমনটা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।

    একইসঙ্গে তিনি আরও বলেন, কলেজ খোলা নিয়ে আগামিকাল উপাচার্যদের সঙ্গে বৈঠক রয়েছে। এদিন তিনি আরও জানান যে, রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে কোভিড প্রোটোকল মেনে স্যানিটাইজেশনের কাজ চলছে। বেসরকারি স্কুলের বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু উল্লেখ করেননি শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বেসরকারি স্কুলের বিষয়ে তাদের উপর তো আমরা জোর করতে পারি না। প্রসঙ্গত, অতিমারী করোনার কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ স্কুলে পঠনপাঠন। গত মার্চ মাসে লকডাউন শুরুর সময় থেকেই বন্ধ রয়েছে স্কুলগুলি। স্কুল খোলার বিষয়ে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলা হবে।