|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও জানা যাচ্ছে৷ ইতিমধ্যে তার পদত্যাগ-পত্র গৃহীত হয়েছে বলেও জানা যাচ্ছে। জানা যাচ্ছে, শুধু মন্ত্রিত্ব থেকেই পদত্যাগ করা নয়, হাওড়ায় দলের জেলা সভাপতি পদেও ছিলেন লক্ষ্মী৷ সেই পদও ছেড়েছেন তিনি৷ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা৷ তবে এখনও বিধায়ক পদ রয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি জানিয়েছেন, বিধায়ক পদে থেকে মানুষের কাজ করতে চাই। তবে অন্য কোনও রাজনৈতিক দলে যাবেন কিনা এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট করে জানাননি লক্ষ্মী।
তবে তার পদত্যাগ নিয়ে জল্পনার কিছু নেই। খেলায় ফিরতে চায় লক্ষ্মীরতন শুক্লা। খেলায় আরও সময় দিতে চায়। তাই ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, “লক্ষ্মী ভালো ছেলে। কেউ পদত্যাগ করতেই পারে, কী যায় আসে। লক্ষ্মী যে চিঠি লিখেছে, তাতে লেখেনি যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছে। লিখেছে যে রাজনীতি থেকে সরে যেতে চায়। ও খেলায় আরও সময় দিতে চায়। তাই মন্ত্রিত্ব থেকে সরতে চায়। তবে এই টার্মের শেষ পর্যন্ত ও বিধায়ক থাকবে। ঠিক আছে। ও ভালো করে খেলাধুলো করুক। শুভেচ্ছা রইল। রাজ্যপালকেও বলব, ওর পদত্যাগপত্র গ্রহণ করে নিতে।