BREAKING NEWS: বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস! আহত বেশ কয়েকজন

নতুন গতি ওয়েব ডেস্ক: বামেদের নবান্ন অভিযানে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে। বাম ছাত্র যুবদের লক্ষ্য করে জলকামান, পুলিশের লাঠি,কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। ছত্র ভঙ্গ ছাত্র যুবরা পাল্টা পুলিসকে লক্ষ্য করে ইট ও লাঠি ছোড়ে বলে অভিযোগ। ধর্মতলা চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছে। জলকামান উপেক্ষা করে পুলিশের ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন বাম ছাত্র যুবরা। পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাঁদের বিরত থাকতে বলা হচ্ছে। বামপন্থী ১০টি ছাত্র যুব সংগঠনের ডাকে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

    ​মিছিল করে এগিয়ে যাওয়া বাম-কর্মী ও সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চালালে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। এরপর পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের তরফ থেকে ইট ছোড়ার অভিযোগ ওঠে। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে আসতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। একইসঙ্গে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে এরপর পুলিশের লাঠিচার্জের পর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

    পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলেও বাম কর্মী-সমর্থকরা রাস্তায় বসে পড়েন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে জানা গিয়েছে। বহু আন্দোননকারীকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।

    বামেদের নবান্ন অভিযানে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে। বাম ছাত্র যুবদের লক্ষ্য করে জলকামান, পুলিশের লাঠি,কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। ছত্র ভঙ্গ ছাত্র যুবরা পাল্টা পুলিসকে লক্ষ্য করে ইট ও লাঠি ছোড়ে বলে অভিযোগ। ধর্মতলা চত্বর রণক্ষেত্রের চেহারা নিয়েছে। জলকামান উপেক্ষা করে পুলিশের ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছেন বাম ছাত্র যুবরা। পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে তাঁদের বিরত থাকতে বলা হচ্ছে। বামপন্থী ১০টি ছাত্র যুব সংগঠনের ডাকে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

    বামেদের নবান্ন অভিযানে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে, জলকামান, লাঠিচার্জ, পুলিশকে পাল্টা ইট বাম ছাত্র-যুবদের পুলিশের বিরুদ্ধে বিনা কারণে নির্মম ভাবে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর অভিযোগ উঠেছে। বাম কর্মী সমর্থকরা প্রতিবাদে সিআইটি রোড অবরোধ করে রেখেছে। নতুন করে অবরোধে উত্তেজনা ছড়াতে পারে আশঙ্কা করা হয়েছে। লেনিন সরণিতে যান চলাচল শুরু করলেও এসএন মুখার্জি রোড অবরোধ হয়ে রয়েছে। পুলিশের অভিযোগ ইটবৃষ্টি করে বাম কর্মী সমর্থকরা। চরম উত্তেজনা রয়েছে ধর্মতলা চত্বরে ছড়িয়ে পড়েছে। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন একাধিক বাম কর্মী সমর্থক। তাঁদের উপর নির্মম ভাবে লাঠিচার্জের অভিযোগ করা হয়েছে।

    পুলিশকে ক্ষমা চাইতে হবে দাবি বাম নেতাদের। শান্তিপূর্ণ মিছিলে নৃশংশ অত্যাচার করতে হবে। প্রতিবাদে মৌলালি মোড়ে অবস্থান বিক্ষোভ করবে বলে দাবি করেছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। এসএফআইয়ের রাজ্য সভাপতি নিজে হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক বাম ছাত্র যুব সমর্থক। কোনও প্ররোচনা ছাড়া পুলিশ লাঠি চালিয়েছে বলে দাবি বাম ছাত্র যুব নেতাদের। মহিলা পুলিশ ছাড়াই অত্যাচার করা হয়েছে মহিলা বাম কর্মী সমর্থকদের উপর এমনই অভিযোগ করা হয়েছে।