|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যে সামনে ২০২১ এ বিধানসভা ভোট, আর এর মধ্যেই রাজ্য রাজনীতি তুঙ্গে। আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে ২৯ জানুয়ারি শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের রাজ্য সফর। সভায় ভার্চুয়াল বার্তায় জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই আজ বিজেপির সূত্রে শাহের সফরসূচি এমনটা জানা গিয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির প্রথম ২ সপ্তাহ জুড়ে রাজ্যে ঠাসা কর্মসূচি মোদী- শাহ- নাড্ডার। ৬ ফেব্রুয়ারি বাংলায় আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মালদা থেকে উত্তরবঙ্গ রথযাত্রার সূচনা করবেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। হলদিয়ায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এর পরদিন, ৮ তারিখ, দুদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ।
প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের বঙ্গ সফর। তাঁর বদলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপি যোগদান মেলায় উপস্থিত ছিলেন। ভার্চুয়াল বার্তায় রাজ্যে দীর্ঘ ১০ বছরের তৃণমূলের শাসনকালকে বিঁধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‘সোনার বাংলা’ গড়তে একুশের ভোটে পরিবর্তনের ডাক দেন।