|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: দীর্ঘ দিনের অপেক্ষার পরে, আগামী সপ্তাহ থেকে দেশে শুরু হচ্ছে টিকাকরণ। ১৩ জানুয়ারি থেকে শুরু দেশে করোনা টিকাকরণ, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব। কিন্তু সকলের জন্য নয়, আপাতত জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ড্রাই-রান নিয়ে যে রিপোর্ট মিলেছে, তার উপর ভিত্তি করেই সরকার জানিয়েছে, জরুরি ভিত্তিতে করোনাভাইরাস টিকার অনুমোদনের ১০ দিনের মধ্যে কোভিড-১৯ টিকাকরণ চালু করতে প্রস্তুত সরকার। প্রথম দফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সবার আগে টিকা দেওয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও কোভিড ওয়ারিয়রদের। Bharat Biotech-এর তৈরি করা Covaxin সম্পূর্ণ দেশীয়। এই ভ্যাকসিনের যাবতীয় প্রক্রিয়া চলেছে হায়দরাবাদের ল্যাবে। এদিকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রাজেনেকা মিলে আবিষ্কার করেছে Covishield. ভারতে অবশ্য Serum Institute এই ভ্যাকসিনের ট্রায়াল করেছে। তবে দুটি ভ্যাকসিন দেওয়া হবে শর্তসাপেক্ষে ও জরুরি ভিত্তিতে। করোনা ভ্যাকসিন বন্টন ও প্রয়োগের তদারকির জন্য একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্যমন্ত্রক। সেই কমিটি ইতিমধ্যে দেশের দুটি ভ্যাকসিন আপতকালীন ব্যবহারের অনুমতি দিয়েছে। ভ্যাকসিনেশন-এর প্রক্রিয়া নিয়ে শনিবারই দেশজুড়ে ড্রাই রান বা মক ড্রিল হয়েছে। সারা দেশের ১২৫টি জেলার ২৮৬টি কেন্দ্রে এই ড্রাই রান হয়েছে।