|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: স্তন্যপান করানো জন্মদাত্রী মায়ের অধিকার। তেমনই মায়ের দুধ পান করাও শিশুর অধিকার। সব শিশু এবং মায়ের এই অধিকার রয়েছে। আর তা দিয়েছে ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারা। একটি মামলার রায়ে একথা জানিয়ে দিল কর্নাটক হাইকোর্ট।
কর্নাটক হাইকোর্ট এও বলল, শুধু এদেশেই নয়, আন্তর্জাতিক আইনেও মায়ের এই অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত। মাতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হল স্তন্যদান। কর্নাটকে জন্মের পরেই হাসপাতাল থেকে চুরি হয়ে যায় একটি শিশু। তার মা আদালতে মামলা করে। তখন তদন্তের জেরে শিশুটির হদিশ মেলে। তাকে দত্তক নিয়েছে পালক পরিবার। তাদের থেকে শিশুটিকে ফেরত চান মা। পালক মা দিতে অস্বীকার করেন। তাঁর আইনজীবী দেবকী–যশোদার প্রসঙ্গ তোলেন। এই নিয়ে আদালত সাফ জানায়, এ রকম মামলার ক্ষেত্রে পুরাণ বা ইতিহাসকে ভিত্তি করে রায় দেওয়া যায় না। রায়ে বলা হয়, ‘জন্মদাত্রী এবং পালক মায়ের মধ্যে প্রথম জনের দাবিই বেশি। সেটিকেই গুরুত্ব দেওয়া উচিত।’ এও বলা হয়, শিশুর হেপাজতের ক্ষেত্রে অপরিচিতদের থেকে জন্ম যাঁরা দিয়েছেন, তাঁদেরই গুরুত্ব দেওয়া দরকার। বিনা দোষে শিশুটি মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে বলেও আক্ষেপ করেছেন বিচারপতি।
পালক মায়ের আর্জি, তিনি নিঃসন্তান। আর শিশুটির জন্মদাত্রীর আরও দু’টি সন্তান রয়েছে। এই কথা বিচার করে অন্তত শিশুটিকে তাঁর হেপাজতে দেওয়া হোক। আদালত এই প্রসঙ্গে জানিয়েছে, এই বক্তব্য হাস্যকর। শিশুরা ‘অস্থাবর সম্পত্তি’ নয় যে ভাগ করে নিতে হবে।