স্বস্তির নিঃশ্বাস! কৃষ্ণনগরে এসে পৌছালো করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক, নদীয়া: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল এবার! যদিও ভ্যাকসিন প্রসঙ্গে অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে বিভিন্ন মহলে। তবুও জেলার হাতের কাছে প্রতিষেধক আসার পর কিছুটা হলেও যে দুশ্চিন্তা কমেছে তা বলার অবকাশ থাকে না। আজ সকাল ৯ টা ৪৫ নাগাদ জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৩৫০০ ভ্যাকসিন এসে পৌছালো শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে।

    আগামী ১৬ তারিখ গোটা রাজ্যের মতই টিকাকরণ হতে চলেছে। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের, পরবর্তীতে করোনা মোকাবেলায় প্রথম সারিতে থাকা বিভিন্ন দপ্তরের কর্মীদের, তার পরবর্তীতে প্রশাসন এভাবেই ধাপে ধাপে পৌঁছাবে সাধারণ মানুষের হাতের নাগালে বলেই জানা যায় জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায় জানান জেলা ভ্যাকসিন রিজার্ভ স্টোরে পর্যাপ্ত নিরাপত্তার সাথে রাখা থাকছে এই ভ্যাকসিন যথা সময়ে পৌঁছে যাবে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র যেখানে টিকাকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।