|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মহাসপ্তমীর পূর্ণ লগ্নে জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের মানবিক চিত্র দেখা গেলো। বৃহস্পতিবার সকাল সকাল জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস ও তাঁর সমস্ত প্রশাসনিক টিম নিয়ে পৌঁছে গেল জিয়াগঞ্জ তোকিয়া সিনিয়র সিটিজেন হোলডেস হোমে অর্থাৎ (বৃদ্ধাশ্রমে)। সেখানে পৌঁছেই প্রায় ২৬ জন আবাসিক কে তাদের পছন্দমত নতুন জামা কাপড় হাতে তুলে দিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের কাছে বলেন তাদেরকে অতি শীঘ্রই নতুন পোশাক গুলি পরিধান করিয়ে দিতে, এবং বৃদ্ধাশ্রমের বাইরেই দাঁড়িয়ে ছিল তাদের জন্য গাড়ির লাইন। যেই সমস্ত বৃদ্ধ মহিলারা বাড়ি থেকে বহুদূরে এই চার দেয়ালের মধ্যেই জীবন কাটাচ্ছেন কোন কারণবশতই তাদেরকেই জিয়াগঞ্জ থানার পক্ষ থেকে গাড়িতে করে নিজের দায়িত্বে নিয়ে যাওয়া হয় বহরমপুর শহরে মা দুর্গার প্রতিমা ও মণ্ডপ দর্শনের জন্য সাথে দুপুরের খাওয়া দাওয়ার কথাও বলা হয়। ঠাকুর দেখা ও খাওয়া-দাওয়ার কথা শুনে অনেকেই আনন্দিত ও ভাবাপন্ন হয়ে পড়েন। তারা অত্যন্ত খুশি জানান ওল্ডেজ হোম কর্তৃপক্ষ ও তাদের আবাসিকরা।