|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জামালপুর ১নং পঞ্চায়েতের জানকুলি গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্দ্যেগে অনুষ্ঠিত হল বিশাল মিছিল৷ সংসদের সদস্যা শ্যামলী বিশ্বাসের নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়৷ মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা চৈতালী হাট, জেলা শ্রমিক নেতা মুইনুদ্দিন সেখ,তৃণমূল একনিষ্ঠ কর্মী জিয়ারুল রহমান,সালাম মল্লিক,আব্বাস মণ্ডল,এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ,সর্বপরী উপস্থিত ছিলো গ্রামের সকল তৃণমূল সৈনিক৷ এদিন প্রায় ২৫০ জন তৃণমূল কর্মী পদযাত্রায় সামিল হন৷ সকালে দলের পতাকা উত্তোলনের মাধ্যমে সকলকে মিষ্টিমুখ করিয়ে মিছিল বের করেন৷ মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় দলীয় নেতা শুভেন্দ অধিকারীর নির্দেশে এই মিছিলের আয়োজন করেন জানকুলি গ্রাম তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতৃত্ববৃন্দ৷ মা মাটি মানুষ সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরা হয়,ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য মানুষকে আহ্বান জানান৷ শ্রমিক নেতা মুইনুদ্দিন সেখ বলেন ১৯ জানুয়ারী ব্রিগেড সমাবেশের জন্য এই গ্রাম থেকে ২ থেকে ৩টে বাস ছাড়া হবে এবং সমাবেশকে সফল করার জন্য গ্রামের পাড়ায় পাড়ায় নেতৃত্ববৃন্দরা মিটিং করছে,ব্রিগেড সমাবেশই হবে টার্নিং পয়েণ্ট৷ এদিন বিজেপির কার্যকলাপ নিয়ে সোচ্চার হয়েছেন জানকুলি গ্রামের তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ৷