ব্রাইট ফিউচার একাডেমীর গুণীজন সংবর্ধনা ও আপার সেকশন উদ্বোধনী অনুষ্ঠান

সংবাদদাতা : একটি মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইট ফিউচার একাডেমি। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী অতিক্রম করে আজ থেকে আপার সেকশন এ অন্তর্ভুক্ত হলো এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এবছর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি ছাত্রছাত্রীদের ভর্তি নেয়া হবে এরপর পর্যায়ক্রমে দশম শ্রেণী পর্যন্ত মানে উত্তীর্ণ করা হবে এই ব্রাইট ফিউচার একাডেমি। বিশিষ্ট সাহিত্যিক আব্দুর রাজ্জাক সাহেবের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রারম্ভিক ভাষণ পেশ করেন ব্রাইট ফিউচার একাডেমীর প্রধান শিক্ষক সেখ আলিশা উনি উনার বক্তব্যে এ প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন।

    আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক লেখক ও গবেষক সেখ নাসির আহমদ সাহেব। উনাকে ব্রাইট ফিউচার একাডেমির পক্ষ থেকে ওনার শিক্ষা ও সাহিত্যের প্রতি অবদানের জন্য মানপত্র ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়। উনার বক্তব্যে উনি সমরুক এর ইতিহাস বর্ণনা করেন এবং ব্রাইট ফিউচার একাডেমীর মাধ্যমে সমরুক শিক্ষার নতুন দিগন্ত খুলবে এ আশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান সাহেব উনি উনার বক্তব্যে ব্রাইট ফিউচার একাডেমীর যে আদর্শ নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ গড়ে তোলার শিক্ষা প্রতিষ্ঠান তা বুঝিয়ে বলেন। বিশিষ্ট ইঞ্জিনিয়ার মতিয়ার রহমান একজন গরিব দুস্থ এবং নিরক্ষর পরিবারের ছেলে মেয়েরাও যে সফলতা অর্জন করতে পারে তার বাস্তব উদাহরণ দেখান এবং ব্রাইট ফিচার একাডেমি সেই কাজটাই করবে এ কথা জানান।বিশিষ্ট ইঞ্জিনিয়ার তথা ব্রাইট ফিউচার একাডেমীর সভাপতি ইঞ্জিনিয়ার ফজলুর রহমান সাহেব উনি আল আমিন মিশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সফলতার কথা ব্যক্ত করেন।এছাড়াও উপস্থিত ছিলেন হেরিটেজ মিশন থেকে শাহনাওয়াজ খান সাহেব, বিশিষ্ট সমাজসেবী শেখ আবু তালেব শেখ আব্দুস সামাদ সাহেব,হানিফ মোল্লা সাহেব। উপস্থিত সকল অতিথিদের মেমন্ট দিয়ে সংবেদনা জানানো হয় এবং সবশেষে বিশিষ্ট সাহিত্যিক শেখ নাসির আহমদ সাহেব এর মাধ্যমে ব্রাইট ফিউচার একাডেমির ফিতা কেটে শিলান্যাস উন্মোচন এর মাধ্যমে আপার সেকশন এর শুভ উদ্বোধন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।