|
---|
সংবাদদাতা : দ্যা কোরআন স্টাডি সার্কেল পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এবং ব্রাইট ফিউচার মিশন এর আয়োজনে অনুষ্ঠিত হল বিনামূল্যে কুরআন বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ এলাকার নারী ও পুরুষদের হাতে মোট ১০০টি বাংলা অনূদিত কুরআনের কপি তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে কুরআনের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দ্যা কোরআন স্টাডি সার্কেলের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ।
রাইট ফিউচার মিশন স্কুলের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এলাকার মানুষের মধ্যে পবিত্র কুরআনের সঠিক শিক্ষা পৌঁছে দেয়া এবং স্থানীয় জনমানসে আল্লাহর বিধানকে মাতৃভাষায় বোঝার মাধ্যমে আত্মশুদ্ধি ও জীবনের চলার পথে আলোকিত করা। কুরআন বিতরণের পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে কুরআনের মূল বার্তা এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা কোরআন স্টাডি সার্কেল পশ্চিমবঙ্গের রাজ্য কনভেনার মাওলানা রাকিব হক সাহেব, ব্রাইট ফিউচার মিশন ইসলামিক স্কুলের পরিচালকবৃন্দ, এবং স্থানীয় সমাজসেবী, শিক্ষাবিদ, আলেম, ব্যবসায়ীসহ অনেকে। বক্তারা পবিত্র কুরআনের গুরুত্ব ও প্রভাবের কথা তুলে ধরেন এবং এই পবিত্র গ্রন্থকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার জন্য স্থানীয়দেরকে অনুপ্রাণিত করেন। এছাড়াও, অতিথিরা নতুন প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এবং তাদের মধ্যে নৈতিকতা, জ্ঞান ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির জন্য ব্রাইট ফিউচার মিশন স্কুলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে দ্যা কোরআন স্টাডি সার্কেল পশ্চিমবঙ্গ শাখা ,স্থানীয় সমাজে ইসলামী শিক্ষার প্রসার ঘটানোর একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উক্ত আয়োজন কেবলমাত্র একটি কুরআন বিতরণের অনুষ্ঠান নয়, বরং স্থানীয় মানুষদের আত্মশুদ্ধির প্রতি উৎসাহী করার এবং জীবনে নৈতিক মূল্যবোধ ও ইসলামী শিক্ষার আলোকে জীবনযাপনের প্রেরণা জোগানোর এক মহৎ উদ্যোগ।