|
---|
নিজস্ব সংবাদদাতা, ভাঙড় : ব্রিগেডের পথে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটল তৃণমূল আইএসএফ এর মধ্যে। ঘটনাটি ঘটেছে এড়েন্ডা রাস্তার মোড়ে। এই ঘটনায় আব্বাস সিদ্দিকীর অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থক। বিগ্রেড যাওয়ার পথে আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) অনুগামীরা আচমকাই তৃণমূলের কর্মী, সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ।
এই ঘটনায় মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ, মেরে ৪ জনের মাথা ফাটিয়ে দিয়েছে আব্বাস সিদ্দিকীর সমর্থকরা।
আহত অবস্থায় তাঁদের প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সঙ্কটজনক ৩ জনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিস। এর পাশাপাশি, দুর্গাপুর পঞ্চায়েত অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ISF-এর বিরুদ্ধে। (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ISF-এর তরফে কোনও প্রতিক্রিয়া জানায়নি।