বৃষ্টির বর্ষণে ত্রাণ বিলি সাগরদিঘিতে

রবিউল ইসলাম,সাগরদিঘি : একদিকে করোনা আবহ অন্যদিকে বৃষ্টির বর্ষণ ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জির উদ্যোগে ‘সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট’ মানুষের দুয়ারে ত্রাণ পৌঁছে দিল। ব্লকের অন্তর্গত যোগপুর আদিবাসী সম্প্রদায়ের দরিদ্র মানুষজন চরম সমস্যার সম্মুখীন । বসবাসের জন্য ঘরের ছাউনি টুকু দিয়েও বৃষ্টির জল পড়ে। এই পরিস্থিতিতে ট্রাস্টের সদস্যদের সহযোগিতায় তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। আদিবাসী সম্প্রদায় এলাকার মানুষজন ত্রাণ পেয়ে উদ্যোক্তাদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন।

    ছবি : সামিম হোসেন