|
---|
নতুনগতি ওয়েব ডেস্ক: ১২ মার্চ সম্প্রতি তালিবানের সঙ্গে আমেরিকার শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির প্রেক্ষিতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। এদিকে আফগানিস্তান থেকে নিজেদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিতে চলেছে ওয়াশিংটনের মিত্র লন্ডন। তালিবান-মার্কিন চুক্তি অনুযায়ী– আগামী জুলাইয়ের মাঝামাঝি কয়েকশো ব্রিটিশ সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। প্রথম পর্যায়ে ৩৩০ ব্রিটিশ সেনা আফগানিস্তান ত্যাগ করবে। বর্তমানে আফগানিস্তানে ১–১০০ ব্রিটিশ সেনা রয়েছে। এদের বেশিরভাগই কাবুল ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। তবে দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশ সরকার তাদের সেনা প্রত্যাহার করে নেবে কি না– তা নির্ভর করছে তালিবান-মার্কিন শান্তিচুক্তি কতটা বাস্তবায়িত হচ্ছে তার ওপর।