|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি নদীয়া;পবিত্র রমজান মাসে রোজা ভেঙ্গে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো এক ব্যক্তির মানবতা আজও শেষ হয়ে যায়নি প্রমান পাওয়া গেল মহিমা বিবি’র কাছ থেকে পবিত্র রমজান মাসে রোজা ভেঙে রক্তদান করলেন তিনি।নদীয়া জেলার তেহট্ট এলাকায় বাসিন্দা আব্দুল সেখ দীর্ঘদিন কোলন ক্যান্সার রোগে ভুগছেন মাঝে মাঝেই তার প্রয়োজন হয় রক্তের। কিন্তু বর্তমানের করোনা কালীন পরিস্থিতিতে রক্ত পাওয়া খুবই দুষ্কর,তারপর রোগীর রক্তের গ্রুপ এবি নেগেটিভ ফলে বেশ কয়েকদিন ধরে রক্ত খুঁজছিলেন। অবশেষে তিনি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন। নবদ্বীপ ব্র্যাক সেন্টারের পক্ষ থেকে থেকে তার রক্তের ব্যবস্থা করা হয় রোগীর মেয়ে রক্ত নিয়ে ওয়ার্ডে জমা দিয়ে সঠান হাজির হন নবদ্বীপ ব্লাড সেন্টারেই এবং ব্লাড সেন্টারের কর্মীদের কাছে জানান তিনি রক্তদান করতে চান।শেষ পর্যন্ত মহিমা বিবি নিজে রোজা ভেঙে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতা মহিমা বিবি বলেন বিপদের সময় ব্লাড সেন্টার থেকে রক্ত পেয়েছি সেটিও তো কেউ দান করেছেন সেটা ফেরত না দিলে অন্য কেউ কিভাবে রক্ত পাবে।এই প্রসঙ্গে নবদ্বীপ ব্লাড সেন্টারের কর্মীরা জানান সবাই যদি এইভাবে ভাবতেন তাহলে হয়ত রক্তের ঘাটতি অনেকে কমে যেত ওই গৃহবধূ রোজা রেখে যেভাবে রক্ত দান করল তার মানসিকতাকে আমরা স্যালুট জানাই এবং তার সুস্থ্য স্বাভাবিক জীবন কামনা করি যাতে বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারে।