|
---|
সানওয়ার খান, পাথর প্রতিমা: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত অধিনস্ত গিরির মোড় থেকে গদামথুরা শিবের মেলা যাওয়ার একমাত্র পাকা রাস্তার শুখার খালের উপর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক রোজগার যোজনার নির্মাণ কর্মীদের দ্বারা একটি সেতু তৈরি হয় বছর খানেক আগে। এলাকায় শুরু হয়েছে শিবের মেলা, প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে এই সেতুর উপর দিয়ে।
সেই সেতু গতকাল রাত্রে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হিমাংশু রাউথ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান প্রধানমন্ত্রী সড়ক যোজনার সমস্ত কাজকর্ম নির্মাণকারী সংস্থার উপর দায়িত্ব দেয়া হয় পাঁচ বছরের জন্য। পঞ্চায়েত সমিতির হাতে কোন দায়িত্ব থাকে না। যেহেতু নির্মাণকারী সংস্থা ৫ বছর দেখভাল করে তারা দায়সারা ভাবে কাজ করে দিয়ে এলাকা থেকে পাঁচ বছরের জন্য চলে যায়। তারপরে প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজকর্ম হচ্ছে অতিসত্বর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন এলাকার মানুষের কথা চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সেতুটি তৈরীর চিন্তা ভাবনা করছি। এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ।