ভোগান্তির পারাপার : বেহাল সেতুর অবস্থা পূর্ব মেদনাপুর এর তেরপাখ্যায়

নিজস্ব প্রতিনিধি, তমলুক: গত একমাস ধরে দেখাযাচ্ছে তেরপাখ্যায় অবৈধ্য ভাবে পড়ে থাকতে সেতুটিকে ৷ এখানে অনেকেই যাতায়াত করে নৌকার পারাপারের মাধ্যমে । তবে সেতুর অবস্থা বহাল যা নিত্যযাত্রীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ ভাঙ্গা সেতুর উপর দিয়ে পারাপার করে ফলে বহু সময় নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে।

    যাত্রীদের তরফ থেকে সম্মিলিত ভাবে বহুবার প্রশাসনের কাছে এবং এলাকার নেতৃত্ব স্থানীয়দের কাছে আবেদন জানানো হয় এই সেতুটি পুনর্নির্মাণ এর জন্য যাতে এর ফলে কোন দুর্ঘটনা না ঘটে কিন্তু প্রশাসনের এ বিষয়ে কোনো সদুত্তর সহযোগিতা মেলেনি চলছে নিত্যনৈমিত্তিক ভোগান্তির পারাপার।

    এলাকাবাসীরা এবং নিত্যযাত্রীরা তারা খুব শীঘ্রই সম্মিলিত ভাবে প্রতিবাদ জানাবেন এমনই উঠে আসে এক যাত্রীর মুখে ।কারণ এই বেহাল অবৈধ সেতু যে কোন মুহূর্তে বড় বিপদ এর কারণ হতে পারে। ফলে তারা এর প্রতিকারের জন্য এলাকার প্রশাসনের কাছে সম্মিলিতভাবে আবেদন জানাতে চলেছেন । তারা চাইছেন একটি নিরাপদ যাত্রা নিরাপদ পারাপার। এলাকাবাসী এবং নিত্যযাত্রীদের একটাই দাবি এখানে একটি বৈধ ঘাট এবং বৈধ সেতু নির্মাণ করা হোক যাতে মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে না হয়।