ভেঙে পড়ল ফেরিঘাট বিপাকে ৫০ টি গ্রামের বাসিন্দা

নিশির কুমার হাজরা, বীরভূম:পূর্ব বর্ধমান এবং বীরভূমের একমাত্র সংযোগকারী রাস্তা জয়দেব ফেরিঘাট , গত কয়েক দিনের প্রবল বর্ষণের এবং বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়ে গেছে অজয় নদী এবং ফেরিঘাট । যার ফলে অসুবিধায় পড়তে হয়েছে প্রায় পঞ্চাশটি গ্রামের বাসিন্দা তাদের মধ্যে কেউ বা কলেজ পড়ুয়া, আবার কেউ বা চাকুরিজীবী ,এবং ব্যবসা-বাণিজ্য সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ ।প্রশাসনের হস্তক্ষেপে দেওয়া হয়েছে একটি মাত্র নৌকা পরিষেবা, কিন্তু তা যাত্রীসংখ্যার থেকে অনেক কম । স্থানীয় বাসিন্দাদের দাবি এইভাবে আর কতদিন ঝুঁকিপূর্ণ পারাপার করতে হবে, যে হারে জলের স্রোত ক্রমশ বেড়েই চলেছে তাতে পরবর্তীকালে আরো বড় কোন বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।

    প্রসঙ্গত, সারা বীরভূম জেলায় যেভাবে নদী গর্ভ থেকে বালি তুলে ফেলা হচ্ছে। তাতে নদীর পথ যেমন দুর্বল হচ্ছে। তেমনি বিভিন্ন নদীর ওপর সেতু এবং পারাপার করার দুর্বল ফেরিঘাট সেগুলো ক্রমে ভাঙতে বসেছে।

    ভাবতে অবাক লাগে উন্নয়নকামী শাসক দল এর মধ্যে এক ধরনের মাফিয়া তারা নদীর বালি তুলে পাহাড় বানিয়ে রেখেছে বীরভূম জেলার মোহাম্মদ বাজার, সিউড়ি তিলপাড়া এবং সাঁইথিয়ার বিভিন্ন রাস্তার ধারে ফাঁকা মাঠে। তাতে বোঝা যায় বীরভূম জেলার কোন নদী গর্ভ বাদ নেই যে সেখান থেকে বালি তোলা হয়নি।

    তাই আজকে বীরভূম জেলার কবি জয়দেব গোস্বামীর পীঠস্থান সংলগ্ন যে ফেরিঘাট সম্পূর্ণ ভেঙে গেছে। তার জন্য শাসক দলের মদদপুষ্ট বালি মাফিযারাই দায়ী বলে স্থানীয় মানুষের অভিযোগ।