ব্রততীর আবৃত্তির পাঠশালা

সুর ইসলাম: মেমারি:০৫ মার্চ : মেমারির সুযোগ্যা কন্যা বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলি প্রতিষ্ঠিত আবৃত্তির পাঠশালা ফাগ ছোঁয়া পলাশে এক রাঙিয়ে দিয়ে যাওয়া বৈকালিক আনন্দঘন মনোরম অনুষ্ঠান উপহার দিল। পূর্ব বর্ধমানের মেমারির বুকে প্রথম আবৃত্তি শিক্ষণের প্রশিক্ষণ কেন্দ্র আবৃত্তির পাঠশালা তার খুদে শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতের বাচিক শিল্পীদের উপস্থিত করে মেমারির সোমেশ্বরতলার আটচালা ভরিয়ে দিল রঙের উৎসব দোলের প্রাক মুহূর্তে নতুন বার্তায়। মেমারির আগামী প্রজন্ম নতুন সংস্কৃতির পথে ধীরে হলেও এগিয়ে চলেছে।ভীষণ ভালো লাগলো খুদেদের আবৃত্তির প্রকাশ ভঙ্গিমা,ভয়ডর হীন প্রয়াস। ব্রততীর সাফল্য এখানেই, হয়তো এখনো অনেক পথ চলা বাকি, তবুও—।কর্ণধার ব্রততী ছাড়া মঞ্চাসীন কবি ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়, উজ্জ্বল দাস,ডাঃ অভয় সামন্ত, গল্পকার শুভাশিস মল্লিক, মেমারিতে বাংলা ব্যান্ড এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ সুমন চ্যাটার্জী এবং মেমারি ১নং পঞ্চায়েত সমিতির উপপ্রধান সেখ মোয়াজ্জেম প্রমুখের উপস্থিতিতে খুদেদের আবৃত্তির সঙ্গে নাচ, গান, কবিতা পাঠ বক্তব্যে বড়রাও অংশগ্রহণ করেন ফাগ ছোঁয়া পলাশে মেতে উঠে। ব্রততী ঘোষ আলি,তন্দ্রা বসু,মিলি বিশ্বাস, পায়েল শেঠ, দীপ্তাশ্রী গাঙ্গুলি,সুদেষ্ণা ব্যানার্জী, মিনু কোলে, পার্থ সখা অধিকারী,অরুপ দাস, সুফি রফিক উল ইসলাম, আনোয়ার আলি মিলন, সুরঞ্জিৎ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।