|
---|
নিজস্ব সংবাদদাতা :আশিলিগুড়িতে কোটি টাকার ব্রাউন সুগার সহ এক দম্পতি সহ তিনজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ এবং স্পেশাল প্রটেকশন ফোর্স।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ।সেখান থেকে উদ্ধার হয় ১ কিলো ব্রাউন সুগার ও ৭ লক্ষ টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় ৫ জনকে।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।গদাই বিশ্বাস বাইরে থেকে মাদক নিয়ে আসতো।এরপর তাঁর স্ত্রী ফোনের মাধ্যমে শিলিগুড়িতে মাদক বিক্রি করতো।এদিন দুপুরে শেখ আসমত আলী এবং তৃপ্তিময় বৈদ্য দম্পতির বাড়িতে মাদক ডেলিভারি দিতে পৌঁছেছিল।সেইসময়ই সকলকে গ্রেফতার করে পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।