ছাত্র পরিষদের শান্তিপূর্ণ আন্দোলনে বারাসাতের পুলিশের নির্মম লাঠি চার্জ

নতুন গতি ওয়েব ডেস্ক: আজ বারাসাতের জেলা শাসকের দপ্তরে এক ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছিলো উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদ।

    সভাপতি পরীক্ষিত নাগের নেতৃত্বে রিষ্কা , ভ্যানের সহযোগে মিছিল ডিএম অফিসের গেটে পৌঁছাতেই বারাসাতের আইসির নেতৃত্বে পুলিশ অচকিত লাঠি চার্জ শুরু করে। সব বাধা অতিক্রম করে ছাত্র পরিষদের কর্মীরা এগোলে পুলিশ জঙ্গি কায়দায় জেলার সভাপতি পরীক্ষিত নাগ, aicc সদস্যা ইন্দ্রানী দত্ত চ্যাটার্জী , কংগ্রেস নেতা তপন আগরওয়াল, অঙ্কুর আচার্য্য, শুভংকর লাহিড়ী সাক্ষ্যদীপ বসু, অনামিত্রা নাগ, প্রদীপ কর্মকার, প্রকাশ কর্মকারকে অন্যায় ভাবে থানায় আটকে রাখা হয়।

    অবশেষে আন্দোলনের পারদ বুঝতে পেরে পুলিশ সবাইকে ছেড়ে দেয়। মূলত বিজেপি এবং তৃণমূল সরকারের অপদার্থতার প্রতিবাদে আজকেই এই কর্মসূচি ছিল।