|
---|
জাকির হোসেন সেখ, ৮ মে, নতুন গতি: ফের মধ্যযুগীয় বর্বরতা। এবার তামিলনাড়ুতে। এক দলিত হিন্দু যুবককে জোর করে খাওয়ানো হল মানুষের মল। গায়ে প্রস্রাবও করা হল। উচ্চ বর্ণের হিন্দুদের এই অপমানে আত্মহত্যা করার কথা ব্যক্ত করেছেন ওই দলিত যুবক।
তামিলনাড়ুর মাদুরাইয়ের তিরুবন্দুতুরাই গ্রামের ঘটনা। বাড়ি ফেরার পথে একা পেয়ে দলিত ব্যক্তিটিকে আক্রমণ করে উচ্চবর্ণের মুথু, রাজেশ ও রাজকুমার নামের তিন যুবক। মোটরসাইকেল চালানো দলিত যুবকটিকে প্রথমেই একটি কাঠের গুঁড়ি ছুড়ে মারে উচ্চবর্ণের মুথু, রাজেশ ও রাজকুমার। টাল সামলাতে না পেরে মোটর সাইকেল থেকে পড়ে গেলে দলিত যুবকটির উপর ঝাঁপিয়ে পড়ে উচ্চ বর্ণের তিনজন।
রাজেশ ও রাজকুমার দলিত যুবকটিকে চেপে ধরলে, তার মুখে মানুষের মল ঢুকিয়ে দেয় মুথু নামের উচ্চ বর্ণের যুবক।
এরপর স্থানীয় কয়েক জনকে আসতে দেখে তিন অভিযুক্ত পালিয়ে যায়। আক্রান্তকে কোট্টুর থানায় নিয়ে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।
সুত্র মারফত জানা গেছে, এফআইআর-এ জোর করে মানুষের মল খাওয়ানোর কথা উল্লেখ করা হলেও, তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচারের আইনে মামলা করেনি পুলিশ বলে অভিযোগ উঠেছে। তাছাড়া তিনজন অভিযুক্তকে নাগালের মধ্যে পেয়েও শুধু মুথু নামক একজনকে মাত্র গ্রেফতার করা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। আক্রান্ত ব্যক্তিকে তিরুভারুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরে প্রকাশ, বছর তিনেক আগে অভিযুক্তদের দ্বারা আক্রান্ত এক দলিত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আক্রান্ত ব্যক্তি। সেই রোষেই তার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।