এক চীনা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ, সন্দেহ বাড়ছে চিনা গুপ্তচর কিনা তা নিয়ে

মালদা,১১ জুন : সীমা চৌকি মিলিক সুলতানপুর এলাকা থেকে একজন চীনা নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ। যখন সে অবৈধ ভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলো । অনুপ্রবেশকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকি মহাদীপুরে আনা হয় ।

    জিজ্ঞাসাবাদ চলাকালীন, চীনা অনুপ্রবেশকারী তার নাম হান জুনওয়ে (৩৬) জানান। তিনি চীনের হুবাইয়ের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে এবং পাসপোর্ট উদ্ধার করে জানা যায় যে, সে ০২ জুন, ২০২১ এ ব্যবসায়িক ভিসায় ঢাকা , বাংলাদেশে পৌঁছেছিলো এবং সেখানে একজন চীনা বন্ধুর সাথে থেকেছে । তারপরে ০৮ জুন, ২০২১ এ সে সোনা মসজিদ , জেলা চাঁপাই নবাবগঞ্জে (বাংলাদেশ) আসে এবং একটি হোটেলে ছিল । ১০ জুন ২০২১ এ যখন সে ভারতীয় সীমান্তের ভিতরে প্রবেশ করছিলো , তখন তাকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা ধরে ফেলে।

    জিজ্ঞাসাবাদে সে বলেছে যে এর আগেও চারবার ভারতে এসেছিলো সে। ২০১০ সালে হায়দরাবাদ এবং ২০১৯ সালের পরে তিনবার দিল্লি গুরুগ্রামে এসেছিলো । তার কথা মতো গুরুগ্রামে তাঁর একটি হোটেল রয়েছে যার নাম “স্টার স্প্রিং”। এই হোটেলে তাঁর কয়েকজন বন্ধু আছে যারা চীনের থেকে এসেছেন এবং বাকী ভারতীয় লোকদের কর্মী হিসাবে রাখা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে যখন তার নিজের শহর হুবেই (চীন) গিয়েছিলো তখন তার ব্যবসায়িক অংশীদার সান জিয়াং তাকে কিছু দিন পর পর তাকে ১০ -১৫ টা ভারতীয় মোবাইল ফোনের সীম কার্ড পাঠাতো । যা সে এবং তাঁর স্ত্রী পেয়েছিলো । তবে কিছুদিন আগে তাঁর ব্যবসায়ের অংশীদার এটিএস লখনউয়ের হাতে ধরা পড়ে।
    এই অনুপ্রবেশকারীর তল্লাশি করে তার কাছ থেকে ০১ টি ল্যাপটপ, ২টি আইফোন মোবাইল, ১ টি বাংলাদেশ সিম, ১টি ভারতীয় সিম, ২টি চাইনিজ সিম, ২টি পেন ড্রাইভ, ৩টি ব্যাটারি, ২ টি ছোট টর্চ, ৫টি টাকা লেনদেনের মেশিন, ২ টি এটিএম / মাস্টার কার্ড, ইউএস ডলার, বাংলাদেশি টাকা এবং ভারতীয় মুদ্রাও উদ্ধার করা হয় ।

    বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, হান জুনওয়ে একজন ভয়ঙ্কর অপরাধী এবং গভীর জিজ্ঞাসাবাদ চলছে। সমস্ত গোয়েন্দা সংস্থা এই কাজে একত্রে কাজ করছে। হান জুনউয়ের কাছ থেকে পাওয়া বৈদ্যুতিন সরঞ্জামগুলিতে অনেক তথ্য পাওয়া যেতে পারে যাতে সে ভারতে কাজ করছিল একজন চীনা গোয়েন্দা সংস্থার হয়ে । তদন্তের পরে প্রচুর তথ্য পাওয়া যেতে পারে।