বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ গ্রুপে র বৃক্ষরোপণে উন্মাদনা।

লুতুব আলি, বর্ধমান, ৮ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের স্বনামধন্য পূর্ব বর্ধমানের গাছ গ্রুপ একাধিক অনুষ্ঠানে শামিল হল। এই গাছ গ্রুপের সবুজ শ্রমণেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কেউ ব্যক্তিগতভাবে আবার কেউ সম্মিলিতভাবে গাছ লাগানোর একাধিক অনুষ্ঠানে শামিল হলেন। গাছ গ্রুপের প্রাণ পুরুষ জাতীয় শিক্ষক অরূপ চৌধুরীর কথায়: যত্রতত্র বৃক্ষ ছেদন বন্ধ করতে হবে এ ব্যাপারে জনসচেতনতা মূলক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে প্রাকৃতিক পরিস্থিতি ই বলে দিচ্ছে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই ভারসাম্য ফিরিয়ে আনতে পারে একমাত্র বৃক্ষরোপনের মাধ্যমে। বৃক্ষরোপণ করেও সেগুলি পরিচর্যার দিকেও নজর রাখতে হবে। উল্লেখ্য, পরিবেশ দিবস উপলক্ষে গাছ গ্রুপের মূল অনুষ্ঠানটি হয় বর্ধমানের এগ্রিকালচার ফার্মের কৃষি দপ্তরে। এই অনুষ্ঠানে কৃষি দপ্তরের যে সমস্ত আধিকারিকগণ উপস্থিত ছিলেন তারা হলেন : ড: উজ্জ্বল বরন প্রধান, আশীষ কুমার বাড়ুই, বিশ্বজিৎ মন্ডল, চন্দ্রশেখর চ্যাটার্জি, নীলকান্ত সাহা। গাছ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুহাস সামন্ত, শেখ মিসকিন আলী, আবেজ মন্ডল, অরূপ সাহা, টুম্পা হালদার, ডালিয়া বেগম, শেখ মোহাম্মদ সেলিম, বিপদতারণ মিশ্র, রোজিনা পারভিন প্রমুখ।