|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- আবারও বোমা উদ্ধার হল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার বারাবন জঙ্গলে। বোলপুর, দুবরাজপুর, কাঁকড়তলার পর এবার লোকপুরে। লোকপুর থানার বারাবন জঙ্গলে প্রায় ২২টি তাজা বোমা উদ্ধার করল লোকপুর থানার পুলিশ।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে বারাবন জঙ্গলে তল্লাশি চালায় লোকপুর থানার পুলিশ। সেই জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিক বালতিতে ভর্ত্তি প্রায় ২২ টি তাজা বোমা দেখতে পায় পুলিশ। খবর দেওয়া হয় সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারপর সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে।
কি কারনে বোমা মজুদ করা হয়েছিল, এই বোমা মজুদের সাথে কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তা তদন্ত শুরু করেছে লোকপুর থানার পুলিশ।
উল্লেখ্য গতকাল এই বারাবন জঙ্গল মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ।