|
---|
নবাব মল্লিক, বজবজ:২৩ শে জানুয়ারি মানে আপমর ভারতবাসীর কাছে এক গর্বের দিন । এই দিনেই জন্ম নিয়েছিলেন বাংলা তথা ভারতমায়ের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু । তাঁর জন্মদিনকে স্মরনীয় করে রাখতে সারা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান, বৃক্তাতা, সেমিনার ইত্যাদি ।
সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এমনই এক অনুষ্ঠানের আয়োজিত হল দক্ষিণ ২৪ পরগণার বজবজ ২ বল্কের অন্তর্গত নোদাখালি থানার পূর্বপোয়ালীতে । সকালে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । শোভাযাত্রার প্রথমে ছিল সুসজ্জিত আদিবাসী নৃত্য প্রদর্শনের একটি দল । সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে চলে মূল অনুষ্ঠান পর্ব ।নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনের উপর আলোচনা, রক্তদান শিবির , বস্ত্র বিতরণ প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে নেতাজীর জীবনাদর্শকে জণগণের কাছে পৌঁছে দেয় পূর্ব পোয়ালী অরুনাদয় সংঘ নামে স্থানীয় এক সেচ্ছাসেবী সংগঠন।
এভাবে নেতাজীর জীবনাদর্শকে জনগণের কাছে পৌঁছাতে পেরে ক্লাবের কর্মকর্তারা খুবই খুশি । অনুষ্ঠানটি যেন এভাবে বছর বছর শ্রীবৃদ্ধি হয় এই সাফল্য কামনা করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বাসু কুলে ।