|
---|
নতুনগতি : প্রতিনিধি ; আজিজুর রহমান, গলসি : গলসি ১ নং ব্লকের বুদবুদে জাতীয় বিজ্ঞান মনষ্কতা দিবস পালন করলো পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ। এদিন বুদবুদ গলসি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে জাতীয় বিজ্ঞান মনষ্কতা দিবসের পালন করা হয়। ভারতের কুসংস্কার বিরোধী আন্দোলনের নেতা ডাঃ নরেন্দ্র দাভোলকার এর মৃত্যুকে স্মরণ করতেই ওই আয়োজন। দিনটিকে ঘিরে একটি স্মরণ সভা করেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। শুরুতেই ডাঃ নরেন্দ্র দাভোলকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বুদবুদ হিন্দি হাইস্কুলে জাতীয় পতাকা উত্তোলন ও বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলন করা হয়। এর সাথে সাথে সবুজায়ন এর লক্ষে বৃক্ষরোপণ করা হয়। সভা থেকে তার খুনীদের শাস্তির দাবির জানান আয়োজকরা। তাছাড়াও সারা দেশের সাথে এই রাজ্যেও কুসংস্কার বিরোধী আইন প্রনয়নের দাবী জানানো হয়। আয়োজকরা জানিয়েছেন, অবিজ্ঞান ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২০১৩ সালের ২০ আগস্ট দুস্কৃতীদের হাতে খুন হয়েছিলেন জন বিজ্ঞান আন্দোলনের প্রবাদ পুরুষ ডা. নরেন্দ্র দাভোলকার। তাঁর স্মরণে ২০১৮ সাল থেকে এই দিনটি জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে পালিত হচ্ছে।