|
---|
আজিজুর রহমান,গলসি : বুদবুদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। মৃতদের নাম ইন্দ্রজিৎ মিস্ত্রি ( ৩০) ও সেখ আনারুল (২৮ )। তারা ডায়মন্ডহারবারের বাসিন্দা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, কোলকাতা থেকে পনেরোটি দ্রুতগতির রেসিং বাইকের একটি দল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন। এদিন বেলা ১১ টা নাগাদ তারা বুদবুদ থানার পানাগড় সেনা ছাউনির সাধুনগর গেটের কাছে যাচ্ছিলেন। ওই সময় ইন্দ্রজিৎদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার সেফটি গার্ডে ধাক্কা মারে। বাইকটি দ্রুতগতি থাকায় চালক ও আরহী দুইজনই রাস্তায় ছিঁটকে পরে যান। ফলে গুরুতর জখম হন দুইজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন বুদবুদ থানার ওসি মহম্মদ মনিরুল হক ও তার টিম। ওসি তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান। সেখানেই ইন্দ্রজিৎকে মৃত বলে ঘোষণা করেন কতব্যরত চিকিৎসকরা। এর ঘন্টা দুই আড়াই পরই মৃত্যু হয় সেখ আনারুলের। রেসিং বাইক চালিয়ে বেড়াতে যাবার পথে এমন দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে থানায় আনে পুলিশ। ঠিক কি কারনে ওই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।