বুদ্ধদেব ভট্টাচার্য কে নিয়ে স্মৃতি চারণ করলেন মহারাজ।

বাবলু হাসান লস্কর, কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা : ঠাকুর রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র।তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেই দিন অবাক হয়েছিলেন। আশ্রমের মহারাজরা। সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন তৎকালীন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।ফেরার পথে জয়নগরের নিমপীঠে। শ্রীরামকৃষ্ণ আশ্রমে। ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দিরা গৃহে প্রবেশ করেছিলেন।আর সেখানেই ঠাকুরদের প্রণাম করেই গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন।যা অতীতে ওই ভূমিকায় কখনো দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনার স্মৃতিচারণ করলেন আশ্রমের মহারাজ। স্বামী অমৃতানন্দ (শ্রী রামকৃষ্ণ আশ্রম, নিমপীঠ)