বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হুগলির আশ্রমে কবি সম্মেলন।

লুতুব আলি, ৭ মে :  বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হুগলি রেল স্টেশন সংলগ্ন কানাগড়ের মা মিশন আশ্রমে অনুষ্ঠিত হলো কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা। মা মিশন আশ্রমের আমন্ত্রণে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা অধিভূমি বঙ্গভূমি সাহিত্য পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আশ্রমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান তন্দ্রা চ্যাটার্জি, অভিনন্দন চ্যাটার্জি। অনুষ্ঠানে মা মিশন আশ্রমের কর্ণধার অধ্যাপক কার্তিক দত্ত বণিক কে বঙ্গভূমি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান ২০২৩ প্রদান করা হয়। সাংবাদিক মলয় সুর কে ও সম্বর্ধনা দেওয়া হয়। বিশ্ব বঙ্গীয় সাহিত্যকলা একাডেমী অধিভুক্ত বঙ্গ ভূমি সাহিত্য ও পত্রিকার পক্ষ থেকে সভাপতি ডক্টর সমীর শীল যুগ্ম সম্পাদক সহদেব দলুই অনির্বাণ দত্ত কবি মাধব ব্যানার্জি, ডক্টর রুহুল আমিন, কবি মৌটুসি বীর অনুষ্ঠানে পৌরহিত্য করেন। অনুষ্ঠানে কবিতা পাঠ, মনন শীল আলোচনা ও সম্মাননা জ্ঞাপন হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ স্বামী প্রেমা তানন্দ, বন্দনা বণিক, মৌটুসী পাল প্রমুখ।