|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার : বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর আয়োজিত অডিটোরিয়াম এ বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর প্রায় ২৫ জন নার্সিং ছাত্রদের সামনে মানব সেবায় পথ চলার শুরুতে তাদের শপথ বাক্য পাঠ করান বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর প্রিন্সিপাল রত্না কোটাল। এছাড়াও এদিন উদ্বোধনী সঙ্গীতের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন সাংসদ তথা চিয়ারম্যাম পশ্চিম বঙ্গ মাইনরিটি কমিশন আহমদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক আল আল আমিন মিশন, কে কে গুপ্তা চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা অফ মেডিক্যাল সায়েন্স এন্ড হসপিটাল,ডাক্তার ফারুক পূরকাইত ডিরেক্টর বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং,রত্না কোটাল প্রিন্সিপাল বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং,মহম্মদ শাহ আলম চেয়ারম্যান বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর ডিরেক্টর ফারুক পুরকাইত তিনি জানান আজ নার্সিং দ্বিতীয় ব্যাচে শপথ বাক্য পাঠ করানো হয়। ডাক্তারদের যেরকম তাদের শপথ বাক্য পাঠ করে ট্রেনিং শুরু করতে হয়। ঠিক নার্স তাদের উদ্দেশ্য ও আদর্শ উদ্বুক্ত হয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করে শপথ বাক্য পাঠ করে। এটা আমাদের মেল নার্স বলা যায় এটা তাদের গুরত্বপূর্ণ অধ্যায় নার্সিং চিকিৎসা ক্ষেত্রে শুরু হওয়ার আগে। বি বি ইন্সটিটিউট অফ নার্সিং এ মোট ২৫ জন মেল নার্স তাদের কে শপথ বাক্য গ্রহণ করলো তারা। রাজ্যে মাইনরিটি চেয়ারম্যান আহমদ হাসান ইমরান তিনি বলেন মানব সেবা বড় সেবা,তাই তোমরা এখানে থেকে যখন নার্স পাস করে যে কোনো ইঙ্কামের জন্য যে সেটা কে গুরুত্ব দেবে। কোন সরকারী হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে যেখানে কাজের জন্য থাকো না কেনো তোমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য সকল মানুষ ও রুগীদের কে সেবা করা।