|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের উদ্যোগে সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী। পুরস্কার প্রদান, পূজোর কার্ণিভালের পর এবার বিজয়া সম্মেলনীর এই অনুষ্ঠান ঘিরে শহরের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। কানায় কানায় ভর্তি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই শুভেচ্ছা সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, সহ সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌর সভার প্রাক্তন পারিষদ ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাশ, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী এবং উদ্যোক্তা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখ। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে বিজয়া দশমীর এবং দীপাবলী ও ছট্ পূজার শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে লড়াই করছে মা মাটি মানুষের সরকার। তিনি বলেন, দিদির অনুপ্রেরণায় আমরা ইতিমধ্যেই পূজা কমিটি গুলিকে পুরস্কৃত করেছি। শহরের কাঞ্চন নগরে হয়েছে পূজোর কার্ণিভাল। আজ হল বিজয়া সম্মেলনী।তৃণমূল নেতা খোকন দাশ বলেন, রাজ্যের মানুষের কাছে খুব পরিস্কার, কারা সম্প্রীতি রক্ষার চেষ্টা করছে আর ভাঙতে চায়ছে। অনুষ্ঠানের আয়োজক রবিরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত মানুষকে স্বাগত জানান।