|
---|
সংবাদদাতা :পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে কালীপুজোয় নারায়ণ সেবার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খোকন দাশ ও কাঞ্চন কাজী প্রমুখ ।তিন হাজারের বেশি মানুষকে ভোগ বিতরণ করা হয়। খাদ্য তালিকায় ছিল লুচি, আলুর দম, পোলাও, পনির, বোন্দে, পায়েস ইত্যাদি ।হাজার হাজার মানুষকে সুশৃঙ্খলভাবে ভোগ বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম নিজের নিজের, উৎসব সবার। আমরা সেই লক্ষ্যে আলোর উৎসবে সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার আদর্শকে মজবুত করার চেষ্টায় আমরা মানুষকে উৎসাহিত করে চলছি। তিনি জানান, মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে এই আয়োজনে সামিল হয়েছেন।