বর্ধমানের কাঞ্চন নগরে শুরু হল কাঞ্চন উৎসব

সংবাদদাতাঃ বর্ধমানের কাঞ্চন নগরে শুরু হল কাঞ্চন উৎসব। ব্যাপক সংখ্যায় উপস্থিতির মধ্যে অনুষ্ঠিত এই উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী অরূপ বিশ্বাস, জেলা তৃণমূলের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী প্রমুখ ।অনুষ্ঠানের মুখ্য আকর্ষন ছিলেন বলিউডের তারকা মাধুরী দিক্ষিত। তিনি তাঁর লিপ দেওয়া তেজাব ছবির বিখ্যাত এক দো তিন গানে পারফর্ম করেন। উৎসব উপলক্ষে বর্ধমান পৌরসভা চেষ্টার ত্রুটি রাখেনি। রাস্তার দু পাশে তিনশোর বেশি বাড়ি নীল সাদা রঙে রঙিন করে তোলা হয়েছে উৎসব এলাকা। অন্যদিন উৎসবে উপস্থিত থাকবেন শিল্পী মিকা সিং সহ একঝাঁক বলিউড ও টলিউড শিল্পী। উৎসবে মেতে উঠেছে বর্ধমান।