কেশপুরে বাস দুর্ঘটনা, আহত এক, পথ অবরোধ, বিক্ষোভ

নতুন গতি ওয়েব ডেস্কঃ কেশপুরে বাসের ধাক্কায় এক বাইক আরোহী আহত হওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বেলা বারোটা নাগাদ কেশপুরের বারো মাইলের কাছে। প্রত্যক্ষদর্শীদের মতে, খড়গপুর- তারকেশ্বর (অভিযান) নামক সুপার ফাস্ট বাসটি খড়গপুর থেকে তারকেশ্বর যাবার সময় কেশপুরের বারো মাইলের নিকট এক বাইক আরোহীকে ধাক্কা মারে। বাইক আরোহী ফকির মহম্মদের (৫৫) বাড়ি কেশপুরের দোগাছিয়া গ্রামে।

    স্থানীয়রা ঘটনাস্থল থেকে বাইক আরোহীকে তুলে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হসপিটালে ভর্তি করে। এলাকাবাসীরা কেশপুর হসপিটাল মোড়ে বাসটিকে ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । কেশপুর থানার পুলিশ এসে ঘটনা দ্রুত তদন্ত করার ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীরা অভিযোগ করেন, “অভিযান” বাসটি সবসময়ই দ্রুতগতিতে সঙ্গে যায় এবং বাসের কন্ডাক্টর ছাত্র ছাত্রী ও প্যাসেঞ্জারদের সঙ্গে খারাপ ব্যবহার করে।