|
---|
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা হলো ধর্মা টু কেশপুর ছয় নম্বর রাজ্য সড়কের উপর বকছড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মের দিক থেকে একটি চার চাকার প্রাইভেট গাড়ি বেপরোয়াভাবে স্থানীয় এক পথ চলতি ব্যক্তিকে ধাক্কা মেরে ঘাটালের দিক থেকে মেদিনীপুর গামী বেসরকারী প্যাসেঞ্জার বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজন মৃত্যু হয়।
মৃত মহিলার নাম বুধন পাত্র (70)। দুজন আহত হয়েছে। তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।কেশপুর থানা ও আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেশপুর পুলিশ ঘাতক গাড়ি গুলোকে আটক করেছে। বাস চালক পলাতক