|
---|
মহম্মদ রিপন, মুরারই
সোমবার সকালে টিউশন পড়তে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার । ঘটনায় জখম হয়েছে আরো এক পড়ুয়া । আজ সকালে পথদুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার ভাগাইল গ্রামের কাছে । মৃত ছাত্রের নাম দানিশ মিয়াঁ (১৭) । তার বাড়ি পাইকর থানার মিত্রপুর গ্রামে । দানিশ মিত্রপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিলেন । আজ সকালে একটি স্কুটিতে চড়ে তিনজন ছাত্র পাইকরে টিউশন পড়তে যাচ্ছিল যাবার সময় একটি বাসের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একজনের মৃত্যু হয় স্থানীয় সূত্রে এমনটাই জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানাই, তিন জনের মাথায় হেলমেট ছিলোনা ।এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাইকর থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় দুর্ঘটনার ফলে শোকের ছায়া নেমে আসে।