বাস ট্রেকার ওয়ার্কার্স ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে বিধায়ক ও জেলা সভাপতি

সেখ সামসুদ্দিন, ১৭ সেপ্টেম্বরঃ মেমারি মন্তেশ্বর বাস ট্রেকার ওয়ার্কার্স ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য এবং পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বাসু। এদিন মেমারি মন্তেশ্বর বাস ট্রেকার ইউনিয়নের প্রত্যেক কর্মীদের জন্য মালিক ইউনিয়নের তরফ থেকে তিন লক্ষ টাকার জীবন বীমা পলিসি করে দেওয়া হয়। আজ বিশ্বকর্মা পুজোর দিন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ও পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিউসি সভাপতি সন্দীপ বাসুর উপস্থিতিতে বাস ট্রেকার মালিকের তরফ থেকে ঘোষণা করা হয় কর্মীদের পাশে মালিকপক্ষ সব সময় আছে ও থাকবে।