করোনার থাবায় মাথায় হাত পড়লো মাটির সামগ্রীর ব‍্যবসায়ীদের

জলপাইগুড়ি: পিঠেপুলির বাজারে‌ও এবার করোনার থাবা। জলপাইগুড়ির বাজারে ক্রেতার অভাবে পিঠে তৈরির সরঞ্জামের বিক্রি আনেকটাই কম রয়েছে এবার। এজন্য কিছুটা চিন্তায় পড়ছে পিঠে তৈরির জন্য প্রয়োজনীয় মাটির সামগ্রীর ব‍্যবসায়ীরা।

    রাত পোহালেই শুরু হবে পৌষ পার্বন উৎসব। তার আগে জলপাইগুড়ি‌র বিভিন্ন বাজারে মাটির তৈরি নানা রকমের সরা সহ অন‍্যান‍্য সরঞ্জামের পসরা নিয়ে বসেছে‌ন ব‍্যবসায়ী‌রা। যদিও করোনা পরিস্থিতির কারণে পিঠে তৈরীর এইসব সরঞ্জামের বিক্রি অনেক‌টাই কম রয়েছে এবার। করোনার জন্য রাস্তায় মানুষ কম বের হচ্ছেন। এজন্য ময়নাগুড়ি রোড ও রাহুতবাগান সহ দূরদূরান্ত থেকে বাজারে আসা মাটির তৈরি সরা সামগ্রীর ছোট ব‍্যবসায়ীদের কপালে চিন্তা‌র ভাঁজ পড়েছে। তারা জানান, বিক্রি একেবারেই নেই। সরা থেকে চালের গুড়ো সব কিছুর‌ই দাম স্বাভাবিক রয়েছে। কিন্তু বিক্রি একেবারেই নেই এবার।