|
---|
দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
নিজস্ব প্রতিনিধি; দীঘাঃ পূর্ব মেদিনীপুর জেলার রমনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আজ সকালে ঘন কুয়াশার জেরে রামনগর রাও হইস্কুলের কাছে দীঘা-নন্দকুমার 116B জাতীয় সড়কে একটি পর্যটক বাস এবং একটি কলকতা গামী স্টেট বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাসের যাত্রী ছাড়াও, এই ঘটনায় দুই বাসের চালকই আহত হয়েছেন।
এই দুর্ঘটনার জেরে ওই সড়কে বেশ কিছুক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ গিয়ে ততক্ষণাৎ আহত ব্যক্তিদের রামনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানোর ব্যবস্থা করেন এবং এরপর বর্তমানে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।