চোরের মত ব্যবসায়ীদের গ্রেফতারের প্রতিবাদে নেতাজি পৌর বাজারের প্লাটফর্মের ব্যবসায়ীরা বন্ধ রাখে ব্যবসা

চোরের মত ব্যবসায়ীদের গ্রেফতারের প্রতিবাদে নেতাজি পৌর বাজারের প্লাটফর্মের ব্যবসায়ীরা বন্ধ রাখে ব্যবসা

    নতুন গতি, মালদা,৪ মে : চোরের মত ব্যবসায়ীদের গ্রেফতারের প্রতিবাদে নেতাজি পৌর বাজারের প্লাটফর্মের ব্যবসায়ীরা বন্ধ রাখে ব্যবসা।
    প্রায় ১৫০ জন ব্যবসায়ী নিজেদের দোকান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন।
    জানা গিয়েছে, লাকডাউনে রবিবার সকাল থেকে নেতাজী পৌর বাজারের কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগ চোর ছিনতাইবাজের মতো তুলে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীদের। পুলিশ সচেতন না করেই ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে নেতাজি পৌর বাজারের প্ল্যাটফর্মের প্রায় ১৫০ জন ব্যবসায়ী ব্যবসা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন।