|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে বৃদ্ধাশ্রম নবনীড় এর উদ্বোধন করেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক, বিডিএর চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়, প্রাক্তন পার্ষদ খোকন দাশ, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, সভাধিপতি শম্পা ধাড়া, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী প্রমুখ । অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তারা সারা বছর মানুষের পাশে আছেন। এবং উন্নয়নের কাজ করছেন। নির্বাচনকে তারা ভয় পান না। তিনি বলেন, দিল্লির মানুষ কাজ দেখে ভোট দিয়েছেন। বাংলার মানুষও কাজ দেখে ভোট দেবেন। কলকাতার মেয়র বলেন, বিজেপি এখন ডুবন্ত নৌকা। তিনি বলেন, বালাকোট, পুলওয়ামা দেখিয়ে মানুষের একবার ভোট পাওয়া যায়। বারবার মানুষ ভুল করে না। মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দেবেন। বর্ধমানের উন্নয়ন প্রসঙ্গে নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অনুপ্রেরণায় এখানে ভালো কাজ হয়েছে। কখন নির্বাচন হতে এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের ঠিক করার কথা, তিনি এব্যাপারে কিছু বলতে পারবেন না।
বলাবাহুল্য, সুন্দর মনোরম পার্ক সহ ভালবাসার আশ্রয় নবনীড় বর্ধমান বাসীর বহু দিনের প্রত্যাশা পূরণ করল। এখানে উল্লেখ করা যেতে পারে, বর্ধমান পৌর সভায় তৃণমূল স্তরে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে বিরোধী দের বহু দূরে ফেলে অনেক এগিয়ে রয়েছে তৃণমূল।